পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর’ মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাপ্ত তথ্যমতে, প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের সব শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করবে।
এর আগে গত বছরের ১১ এপ্রিল ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা কার্যক্রম পরিচালনায় অনাপত্তি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি।
এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা।
কোম্পানিটির মোট ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৫টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৫৬ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৭ দশমিক ৯১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর ১ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ১৪ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৭ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে আইডিএলসির পর্ষদ।
আলোচ্য হিসাববছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা। ♦