চলতি অর্থবছরে চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ২ শতাংশ এবং ২০২৪ সালে হতে পারে পাঁচ শতাংশ। ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল ফোরামের (আইএফএফ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈশ্বিক প্রবৃদ্ধির গতি আরও ধীর হয়ে ৩ দশমিক ১ শতাংশ হতে পারে এবং ২০২৪ সালে এই হার একই পর্যায়ে থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অনেক দেশেই কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। এই নীতি ২০২৪ সালেও অব্যাহত থাকতে পারে। এতে একদিকে যেমন চাহিদা হতাশাজনক পর্যায়ে থাকবে, একইভাবে অর্থনৈতিক কার্যক্রমও ধীর হবে।
পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ। এ সময়ে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৩ শতাংশ এবং উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বল্প ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের একসঙ্গে কাজ করা উচিত। দারিদ্র্য বিমোচন, জলবায়ু মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সহযোগিতা ও বহুপাক্ষিকতায় জোর দেয়া উচিত বলেও জানানো হয়।
সম্প্রতি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে আইএফএফের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
চীনের রাজধানী বেইজিংয়ে ২০০৩ সালে যাত্রা করে আইএফএফ। এটি একটি স্বাধীন, অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান। এর সদস্য ২০টির বেশি দেশ ও সংগঠন। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ন ইউনিয়নসহ উদীয়মান দেশগুলোর নেতারা। এছাড়া অনেক আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদস্য। ♦