আইএফআইসি ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

0

পুঁজিবাজারে ব্যাংক খা‌তে তালিকাভুক্ত কোম্পা‌নি আইএফআইসি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা ক‌রে‌ছে। ২০১৯ সা‌লের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আজ ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

এর আ‌গে গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছরের একই সম‌য়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।

আলোচিত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ৯৩ পয়সা।

এছাড়া ব্যাংক‌টির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২ পয়সা।

ব্যাংক‌টির আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ডিজিটাল প্ল্যার্টফর্মে ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই (রোববার)।

Share.