অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

0

সিরিজের আগে ভাবাও যায়নি এমনটা। কখনও যাদের বিরুদ্ধে টি টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি টাইগাররা, অভিজ্ঞ ক্রিকেটারদেরকে ছাড়াই সেই অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় ম্যাচে নাস্তানাবুদ করল বাংলাদেশ।

বোলাররা লক্ষ্যটা রেখেছিলেন নাগালে। কিন্তু ১ রানের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বিদায়ে পথ হারাতে বসেছিল বাংলাদেশ। তবে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান চাপের মধ্যে পথ দেখালেন দলকে। রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ।

৫ উইকেটে জয়
এ সিরিজের আগে জয় ছিল না একটিও। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই জয় হয়ে গেল দুটি! দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারাল বাংলাদেশ। সফরকারীদের ১২১ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় মাহমুদউল্লাহর দল।

তিন চারে ২১ বলের ২২ রানে অপরাজিত থাকেন সোহান। চার মেরে ম্যাচ শেষ করে আসা আফিফ ৩১ বলে অপরাজিত থাকেন ৩৭ রানে। তার অসাধারণ ইনিংসে পাঁচটি চারের পাশে ছক্কা একটি।

দ্রুত ৩ উইকেট হারানোর পর দলকে টানছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দারুণ ব্যাটিংয়ে দুই জনে ৩৮ বলে উপহার দিয়েছেন পঞ্চাশ রানের জুটি। তাদের ব্যাটে জয়ের দুয়ারে পৌঁছায় বাংলাদেশ।

Share.