অস্ট্রেলিয়াকে উড়িয়ে দুর্দান্ত শুরু নিউজিল্যান্ডের

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড। সিডনিতে আজ ২০১ রান তাড়া করতে নেমে ১১১ রানে শেষ হয়েছে অ্যারন ফিঞ্চের দল। তাতেই বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো নিউজিল্যান্ড।

এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে দারুন শুরু এনে দেন ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। মূলত তাদের ব্যাটে ভর করে ২০০ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। তিনি মাত্র ৫৮ বলে ৯২ রানের অসাধারন এক ইনিংস উপহার দেন। এছাড়া ফিন অ্যালেন ১৬ বলে ৪২ রান করেন।

২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম সাউদির তোপ ও মিচেল সান্টনারের ঘূর্ণিতে শুরুতে বড়সড় হোঁচট খায় অজিরা। দলীয় ৫০ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলা দলটিতে কিছুটা আশার সঞ্চার করেও ধরে রাখতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। ১৭ বল বাকি থাকতেই মাত্র ১১১ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ব্যাট থেকে আসে ২৮ রান।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, মিচেল সান্তনার ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন, ইশ সোধি।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০০/৩ ; কনওয়ে ৯২ (৫৯), ফিন অ্যালেন ৪২ (১৬) ; হ্যাজলউড ৪১/২ (৪)।

অস্ট্রেলিয়া: ১৭.১ ওভারে ১১১/১০; গ্লেন ম্যাক্সওয়েল ২৮ (২০) ; টিম সাউদি ৬/৩ (২.১), মিচেল সান্তনার ৩১/৩ (৪)।

ফল: ৮৯ রানে জয়ী নিউজিল্যান্ড।

ম্যান অব দ্য ম্যাচ: ডেভন কনওয়ে। 

Share.