অস্ট্রিয়ায় আইইএলটিএস ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

0

সেন্ট্রাল ইউরোপের দেশ অস্ট্রিয়া। ইউরোপের এই দেশ মানসম্মত বিশ্ববিদ্যালয়, অসাধারণ পড়াশোনার পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার ফলে আইন, ব্যবসা, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষার অন্যতম একটি গন্তব্যে পরিণত হয়েছে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, অস্ট্রিয়ার বেশ কিছু ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আইইএলটিএস দরকার হয় না এবং পড়াশোনার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তিও পাওয়া যায়।

এখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে ভাষাগত যোগ্যতার বিস্তারিত দেখে নিতে পারবেন।

ভিয়েনা বিশ্ববিদ্যালয় (Vienna University)
এখানে ইংরেজি, ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান নিয়ে পড়তে গেলে ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট দরকার হয়। তবে এখানে ভর্তির সময় আইইএলটিএস দরকার হয় না।

সালজবার্গ বিশ্ববিদ্যালয় (University of Salzburg)
এখানে আবেদন করতে ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হয়। আইইএলটিএস থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে থাকলে ভালো। শিক্ষার্থী ইংরেজিতে খুব দক্ষ, এমন একটি রিকমেন্ডেশন লেটার থাকলে চলবে।

ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস টেকনিকুম উইন (University of Applied Sciences Technikum Wien)
এখানে পড়তে ইংরেজি অথবা জার্মান ভাষায় দক্ষতা লাগে। তবে যদি আপনি আগের প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন, তাহলে কোনো ভাষাগত দক্ষতার সনদ দরকার হবে না।

জোহানেস কেপলার বিশ্ববিদ্যালয় (Johannes Kepler University)
এই বিশ্ববিদ্যালয়ে কিছু বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে আইইএলটিএস লাগে, সব বিষয়ের ক্ষেত্রে লাগে না।

মডুল বিশ্ববিদ্যালয় (Modul University)
এটি অস্ট্রিয়ার অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এখানে বাংলাদেশিরা এইচএসসির পরই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে শুরুতে এক সেমিস্টারের একটি ফাউন্ডেশন কোর্স করতে হবে। তাহলে আর আইইএলটিএস লাগবে না, কোর্সের শেষে থাকবে পরীক্ষা। মূল ডিগ্রি কোর্সে ভর্তির সময় আইইএলটিএস ৫.৫ স্কোর লাগবে।

ইনসব্রুক বিশ্ববিদ্যালয় (University of Innsbruck)
পূর্বের পড়াশোনা বাংলা মাধ্যমে হলেও ইংরেজি বিষয়ের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট থাকতে হবে অথবা পড়াশোনার মাধ্যম ইংরেজি হতে হবে, তাহলে আইইএলটিএস লাগবে না। তবে যদি আইইএলটিএস স্কোর ৫.৫ থাকে, তাহলে ভালো।

ভিয়েনা ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস (Vienna University of Economics and Business)
বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ব্যাচেলরে ভর্তি হতে হলে আইইএলটিএস লাগবে, তবে যদি অস্ট্রিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা সেন্টারের সার্টিফিকেট থাকে, যেখানে শিক্ষার্থীর B2 লেভেলের যোগ্যতা উল্লেখ থাকে, তাহলে আইইএলটিএস লাগবে না। আর মাস্টার্সে ভর্তির জন্য শিক্ষার্থীর ব্যাচেলর ডিগ্রি ইংরেজিতে করা হয়েছে, এমন প্রমাণ দিতে পারলে আর আইইএলটিএস লাগবে না।

গ্রাজ কারিগরি বিশ্ববিদ্যালয় (Technical University Graz)
এখানে পড়তে ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে। শিক্ষার্থী যদি পূর্ববর্তী পড়াশোনা ইংরেজি মাধ্যমে করার প্রমাণ দেখাতে পারেন, তাহলে আইইএলটিএস লাগবে না। 

Share.