করোনার প্রভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে বিশ্ব, তার থাবা থেকে বাদ যায় নি বাংলাদেশও। দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। ভাইরাস প্রতিরোধে কোন বিকল্প ব্যবস্থা না থাকায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে দেশের মানুষকে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে দরিদ্র ও অসহায় মানুষ।
করোনার প্রভাবে এবার রমজানে নিত্যপণ্যের দাম বেশি থাকায় হাজারো দরিদ্রশ্রেণীর মানুষ প্রতিদিন খুব অল্প পরিমাণে খাবার খেয়ে জীবনযাপন করছেন।
দেশের এ পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষকে কিছুটা সহায়তা করার জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি এনেছে ‘আইপিডিসি মানবতা’। আইপিডিসির এ উদ্যোগে প্রতি এক লাখ টাকা ডিপোজিটে একটি অসহায় পরিবার পাবে এক মাসের খাবার, আইপিডিসি ও ডিপোজিটকারীর সম্মিলিত অংশগ্রহণে।
এ অফারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিপোজিট করতে ইচ্ছুকদের আর্থিক সুরক্ষার পাশাপাশি দিচ্ছে এ অনন্য মানবিক উদ্যোগে অংশগ্রহণের সুযোগ। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উভয় প্রকার ডিপোজিটের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (পূর্বে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ নামে পরিচিত ছিলো) ১৯৮১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে এর শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানগুলো ছিলো- ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএসএ; জার্মান ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি (ডিইজি), জার্মানি; দি আগাখান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), সুইজারল্যান্ড; কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডিসি), ইউকে এবং বাংলাদেশ সরকার। সূচনালগ্ন থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জরুরি প্রয়োজনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ♦