অসহায় ও হতদরিদ্রদের পাশে এসএমডিএসসি

0
রোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এবার এগিয়ে এসেছে কুমিল্লার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি অব মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অব কুমিল্লা’।

সংগঠনটির পক্ষ থেকে এ মহামারিতে কুমিল্লা শহরের কালিয়াজুরিতে গরিব ও অসহায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে রয়েছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১ কেজি মুড়ি।

সংগঠনটির সভাপতি দীপ্ত সাহা বাঁধন বলেন, “এ মহামারীলগ্নে লাখ লাখ খেটে খাওয়া মানুষ আজ কর্মহীন। তাদের সবার পাশে দাঁড়াতে না পারলেও কিছু সংখ্যক পরিবারের মাঝে উপহার সামগ্রী দিতে পেরে আমরা ধন্য। সহযোগিতায় থাকা সব উপদেষ্টা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাপ্পী বলেন, “এ বৈশ্বিক করোনা মহামারীতে ‘সোসাইটি অব মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অব কুমিল্লা’ এর পক্ষ থেকে আমরা প্রায় ৪০ পরিবারকে ত্রাণ দিয়েছি। আমরা সবাই যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে কোনো পরিবারই না খেয়ে থাকবে না। আসুন আমরা গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই।”

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্য সম্পর্কে জানান, “দেশের এইসংকটময় মুহূর্তে কুমিল্লা শহরের নিম্ন আয়ের কিছু পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করেছি আমরা, যাতে করে লকডাউনেও তাঁরা ঘরে নিরাপদে থাকতে পারে, তাঁদের বাইরে বের হতে না হয়।”

Share.