অসচ্ছল শিল্পীদের আর্থিক সহায়তা দেবে মন্ত্রণালয়

0

ভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার অস্চ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, “চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সারা দেশের প্রায় ৫ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।”

তিনি জানান, জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে ও ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা করা হচ্ছে।

তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সচিব মোস্তফা কামাল বলেন, “এককালীন আর্থিক সহায়তা পেতে অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীরা জেলা শিল্পকলা একাডেমিতে আবেদন করেছিলেন। পরে জেলা প্রশাসন তা নিরীক্ষা করে মন্ত্রণালয়ের পাঠিয়েছে। আশা করছি, আগামী দুই তিনদিনের মধ্যে আমরা আর্থিক সহযোগিতা দিতে পারব।”

Share.