অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকে এ কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরির অধীন লেনদেন শুরু করে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের ছাড়া (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ব্যতীত) অন্য বিনিয়োগকারীদের জন্য। বিনিয়োগকারীদের এ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে।

এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ১৩ পয়সা (লোকসান)। আর প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের বছর একই সময় ছিল দুই টাকা ২৮ পয়সা (লোকসান)।

৩১ ডিসেম্বর ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে পাঁচ টাকা ৯৯ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৬ পয়সা, আগের বছর একই সময় ছিল ৯১ পয়সা।

কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির পাঁচ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪০ দশমিক ৭৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৫ দশমিক ৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৩ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।

Share.