অপো এ৭৮ ব্রান্ডের অভূতপূর্ব বিক্রয় বৃদ্ধি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা অপোর উদ্ভাবন এবং ভোক্তাদের আস্থাকে করেছে শক্তিশালী।
বৈশ্বিক স্মার্টফোন প্রযুক্তিতে নেতৃত্বদানকারী কোম্পানি অপো ব্র্যান্ডটির ‘অপো এ৭৮’ ডিভাইসের অসাধারণ সাফল্য ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত, যেটি বাজারে আসার প্রথম দিনে বিক্রির পরিমাণ বিস্ময়করভাবে ২১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজারে আসার পর থেকে গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে অপো এ৭৮। এর দুর্দান্ত বৈশিষ্ট্য, অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় দাম এটিকে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তুমুল জনপ্রিয় করে তুলেছে।
স্মার্টফোন বাজারে ভিড়ে এর মধ্যে আকর্ষণীয় বৈশিষ্ট্যই অপো এ৭৮-কে আলাদা করে তুলেছে। ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে একটি শক্তিশালী ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, ৮ জিবির সঙ্গে আরো এক্সপ্যান্ডেবল ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম এবং একটি ৬.৪-ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে গ্রাহককে দেয় বিরামহীন ফোনে ডুবে থাকার অভিজ্ঞতা।
আরেকটি বিশেষত্ব হলো এর ডায়মন্ড ম্যাট্রিক্স ডিজাইন, যার মাধ্যমে ব্যবহারকারীরা ‘ড্রিমি’ ‘রিপলিং’ ও ‘ডায়মন্ড টেক্সচার’-এর অনুভূতি পেয়ে থাকেন ও এতে এমন একটি আলোকচ্ছটা ফুটে ওঠে, যা স্বচ্ছ জলের মধ্য দিয়ে দেখা সূর্যালোককে স্মরণ করিয়ে দেয়।
এ ছাড়া এর নতুন আপগ্রেড করা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম গ্রাহকের পছন্দের ফিচারের সঙ্গে আপোষহীনভাবে ফ্রেম ডিজাইনটিকে আরও স্নিগ্ধ করে তোলে। ♦