অজ্ঞান বা বেহুশ হয়ে পড়া মূলত মস্তিষ্কে কম রক্ত প্রবাহের জন্য হতে পারে। বিশেষজ্ঞরা এর জন্য অতিরিক্ত চিন্তা, সুষম খাবার না খাওয়া, হঠাৎ উঠে দাঁড়ানো, অতিরিক্ত ওষুধ সেবন, মধুমেহ, রক্ত চাপ ইত্যাদি বিষয়কে দায়ী করেছেন। এ ছাড়া প্রচুর রক্তক্ষরণ, বুকে বা মাথায় অনেক জোরে আঘাত পেলে, রক্তে সুগার বা চিনির পরিমান কমে গেলেও মানুষ অজ্ঞান হতে পারে।
–অজ্ঞান হওয়ার আগের লক্ষণ-
বমি বমি ভাব, মাথা ঘোরা, ঘেমে ওঠা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
-বোঝার উপায়-
* সাড়া না দেয়া।
* কথা জড়িয়ে যাওয়া।
* রোগী দ্বিধাগ্রস্ত থাকে।
* হার্টের গতি বেড়ে যাওয়া।
* ঝিমঝিম লাগা বা হালকা মাথাব্যথা করা।
-প্রাথমিক চিকিৎসা-
কেউ অজ্ঞান হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। যাত্রা পথে রোগীর প্রাথমিক চিকিৎসা দরকার। এজন্য যা করতে পারেন:
* মাথা পেছনের দিকে সামান্য হেলিয়ে দিন যেন মুখ খোলা থাকে। এতে শ্বাস নিতে সুবিধা হবে।
* বাতাসের ব্যবস্থা করুন। ফ্যান না থাকলে কাগজ বা যে কোন বস্তু দিয়ে বাতাস করুন।
* যদি বসিয়ে রাখেন, তাহলে মাথাটি দুই হাঁটুর মাঝে রাখুন।
* ভেজা কাপড় দিয়ে মুখ ও ঘাড় মুছে দিতে থাকুন।
* খেয়াল রাখুন ব্যাক্তিটির শ্বাস ঠিক আছে কি না? শ্বাস বন্ধ থাকলে, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।
* ঠিকমত রক্ত প্রবাহের জন্য জামা কাপড় ঢিলে করে দিন। বেল্ট থাকলে খুলে দিন।
* ধমনী ও নাড়ি পরীক্ষা করুন। ধমনী ধীরে ধীরে সঞ্চালিত হলে দ্রুত সিপিআর করাতে হবে। তাই সময় ব্যয় না করে দ্রুত ভালো কাছাকাছি কোনো হাসপাতালে নিন। ♦