বিমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি বিদ্যমান প্রতি তিনটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ধরে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিনিয়োগকারীদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু করবে বিমা খাতের প্রতিষ্ঠানটি।
এ জন্য বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১১ আগস্ট বেলা ১১টায় কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আর ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই।
রাইট শেয়ার ইস্যুর এমন ঘোষণার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) দাবি অনুসারে পরিশোধিত মূলধন বাড়াবে অগ্রণী ইন্স্যুরেন্স। এজন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
মূলত বাংলাদেশে প্রতিষ্ঠিত জীবন বিমা ব্যতীত, অর্থাৎ সাধারণ বিমা কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৪০ কোটি টাকা হতে হবে এবং ৪০ কোটি টাকার মধ্যে ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের ধারণ করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অগ্রণী ইন্স্যুরেন্সের বর্তমানে পরিশোধিত মূলধন ৩১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা।
কোম্পানির বর্তমানে শেয়ার সংখ্যা তিন কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯২০। আর মোট শেয়ারের মাত্র ৩০ দশমিক ১৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ১২ দশমিক ৩৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৫৭ দশমিক ৪৭ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে তারা। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৭২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল যথাক্রমে এক টাকা ২৬ পয়সা ও ১৭ টাকা ৩৯ পয়সা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন বিশিষ্ট সাধারণ বিমা কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৩ কোটি ২৬ লাখ টাকা। ♦