বিশ্ব ডেস্ক: ব্রাজিলের স্বেচ্ছাসেবকরা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ প্রতিরোধী পরীক্ষামূলক ভ্যাকসিন নিতে শুরু করেছেন। লাতিন আমেরিকায় এ ধরনের ভ্যাকসিনের প্রথম পরীক্ষা এটি। এতে দেশটির পাঁচ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।
মূলত, সাও পাওলে, রিও ডি জেনিরো ও উত্তর ব্রাজিলের একটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে।
অক্সফোর্ড জেনার ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিনটির পরীক্ষা যুক্তরাজ্যেও চলছে। এখানে চার হাজার স্বেচ্ছাসেবী ইতিমধ্যে ভ্যাকসিনটি নিয়েছেন ও আরও ১০ হাজার মানুষকে পরীক্ষায় যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
ব্রাজিলিয়ান হেলথ অথোরিটি এজেন্সি (এএনভিআইএসএ) ২ জুন দেশটিতে করোনাভাইরাস টিক পরীক্ষার অনুমোদন দেয়। ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে এ ভ্যাকসিন তৈরি করছে অক্সফোর্ড।
করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন খোঁজার দৌড়ে সামনের সারিতেই রয়েছে অক্সফোর্ডের পরীক্ষামূলক ভ্যাকসিনটি। ব্রাজিলে সংক্রমণের হার বাড়তে থাকায় সেখানে পরীক্ষার পরিকল্পনা করেন গবেষকরা।
অ্যাস্ট্রাজেনেকার লাইসেন্সকৃত সিএইচএডিওএক্সওয়ান এনকোভ-১৯ নামের ভ্যাকসিনটি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ রয়েছে। ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করা হচ্ছে ‘সিএইচএডিওএক্সওয়ান’ ভাইরাস, যা মূলত সাধারণ সর্দিকাশির দুর্বল ভাইরাস (অ্যাডেনোভাইরাস) হিসেবে পরিচিত। এটি শিম্পাঞ্জিকে সংক্রমিত করে। গবেষকেরা এ ভাইরাসের জেনেটিক পরিবর্তন করেছেন, যাতে তা মানুষের ক্ষতি না করে।
দ্রুত ভ্যাকসিন তৈরির জন্য বিভিন্ন দেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সবার আগে ভ্যাকসিন আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ♦
অক্সফোর্ড ইউনিভার্সিটি অবলম্বনে