২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করল ব্র্যাক ব্যাংক পিএলসি

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন। ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড আকারে বণ্টিত হবে।

গত বৃহস্পতিবার (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেওয়া হয়।

এই এজিএমে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

ব্রাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এতে সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ।

পরিচালক শামেরান আবেদ, আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, আনিতা গাজী রহমান, ফারজানা আহমেদ, লীলা রশিদ, ডা. জাহিদ হোসেন, ডা. মোস্তফা কে. মুজেরী, সালেক আহমেদ আবুল মাসরুর ও চৌধুরী এমএকিউ সারওয়ার উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ব্যাংকের প্রতি অবিচল আস্থার জন্য তাঁদের ধন্যবাদ জানান।

এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এফসিএস। 

Share.