ব্যাংক এশিয়ার এএমডি হলেন এএনএম মাহফুজ

0

এনএম মাহফুজ সম্প্রতি ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন।

তিনি ১৯৯৮ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে অফিসার হিসেবে যোগ দেয়ার মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি কনজিউমার ব্যাংকিংয়ে কাজ করেন।

এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৮ বছরের বেশি সময় ধরে বিভিন্ন পদে কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সেলস টিম ম্যানেজার, ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার, ক্লাস্টার হেড, জেনারেল ম্যানেজার অব কনজিউমার ব্যাংকিং, হেড অব প্রায়োরিটি ব্যাংকিং, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব সিইপিজি এবং সবশেষে হেড অব ক্লায়েন্ট ইকুইজিশন।

হেড অব ক্লায়েন্ট ইকুইজিশন হিসেবে ব্যাংকের নতুন ব্যবসা এবং গ্রাহক অধিগ্রহণের লক্ষ্য পূরণ ও বৃদ্ধির জন্য তিনি রিটেইল ব্যাংকিং ক্লায়েন্ট ইকুইজিশন ইউনিটগুলোর কার্যক্রমকে সুবিন্যস্ত করে তুলেন।

পরবর্তী সময়ে ২০১৮ সালের মে মাসে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে এসইভিপি হিসেবে যোগ দেন, যেখানে তিনি বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী পণ্য ও পরিষেবার মাধ্যমে কনজিউমার ব্যাংকিং পরিচালনা ও তত্ত্বাবধান করেন। প্রাইম ব্যাংকের শাখা কার্যক্রমের কেন্দ্রীকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যাংকে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালের জানুয়ারিতে তিনি উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে পদোন্নতি পান। 

Share.