চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।
আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ টাকা ২৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বা ইপিএস এক টাকা ৫৭ পয়সা বেড়েছে।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২৩) ইপিএস হয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ২৭ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে ইপিএস বেড়েছে তিন টাকা ১৯ পয়সা।
এছাড়া ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৩ টাকা ৯৪ পয়সায়।
প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৮ টাকা ৪১ পয়সায়।
যমুনা অয়েল ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।
৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
রিজার্ভের পরিমাণ ২ হাজার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকা।
কোম্পানিটির মোট ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ২ দশমিক ৯০ শতাংশ, সরকারি ৬০ দশমিক ০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৮ দশমিক ৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী শূন্য দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে। ♦